Helpfull topics
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ফোরামের নীতিমালা (২০-১১-২০১৪ ইং)

Go down

ফোরামের নীতিমালা (২০-১১-২০১৪ ইং)  Empty ফোরামের নীতিমালা (২০-১১-২০১৪ ইং)

Post by Admin Thu Nov 20, 2014 1:31 pm

আপনাদের সবাইকে Helpnlearn এর অফিসিয়াল ফোরামে স্বাগতম। Helpnlearn একটি সম্পূর্ণ সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। এই ফোরামে বার্তা (Post) ও মন্তব্য (Comments) করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে পড়ে নিন। ফোরামে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন এবং নীতিমালা ভঙ্গকারীর বিরুদ্ধে Helpnlearn কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।

Helpnlearn একটি ওয়েব ডিজাইন ও টিউটোরিয়াল বিষয়ক মুক্ত আলোচনা মঞ্চ। এই ফোরামে সদস্য হিসেবে থাকতে হলে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এই ফোরামের প্রত্যেকটি অ্যাডমিন অত্যান্ত ব্যস্ত, অত্যন্ত কঠোর।তাই সকলকে অত্যন্ত সতর্কতার সাথে ফোরামের নীতিমালা অনুসরণের জন্য অনুরোধ করা হচ্ছে। নীতিমালাগুলো নিন্মরুপ :

* এই গ্রুপে সকল প্রকারের ধর্মীয় ও রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। আলোচনা শুরু করলে তাকে তো ব্যান করা হবে এবং সেই পোস্টে কমেন্টকারী সবাইকে ব্যান করা হবে।

* ব্যক্তিগত আক্রমণ করে কোন পোস্ট বা কমেন্টস করা যাবে না এবং অমার্জিত, কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না।এধরণের কার্যকলাপ একদম সহ্য করা হবে না।

* স্প্যামিং করলে তাকে কোন প্রশ্ন ছাড়াই ব্যান করা হবে। আমাদের এডমিন ও মডারেটরগন ব্যান করতে পারদর্শী।

* ওয়েব ডিজাইন ও টিউটোরিয়াল ব্যতিত কোন প্রকারের আলোচনা করা যাবে না।

* কোন একটি নতুন পোস্ট দেওয়ার পূর্বে অবশ্যই সেই জাতীয় কোন পোস্ট পূর্বে প্রকাশিত হয়েছে কিনা তা সার্চ করে নিতে হবে এবং একই ধরনের আলোচনা বা পোস্টের পূনরাবৃত্তি করা যাবে না।

* অপ্রাসংগিক যে কোন পোস্ট বা কমেন্টস এডমিন মডারেটরগন যে কোন মূহুর্তে মুছে ফেলতে পারবে এবং এ ধরনের কার্যকলাপে জড়িতদের সর্বনিন্ম ৬ ঘন্টা থেকে শুরু করে অপরাধের ধরণ অণুযায়ী আজীবন পর্যন্ত ব্যান করার এখতিয়ার এডমিন ও মডারেটরগন রাখেন।

* পর্নোগ্রাফি, বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন, ব্যক্তিগত তথ্যাবলি প্রকাশ, হ্যাকিং বা অনৈতিক সবধরণের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।

* এই ফোরামে থাকতে হলে আপনি অঙ্গীকার করছেন যে, অ্যাডমিন এর সৈরাচারী নীতিমালায় আপনি সম্মত।

* এই নীতিমালাগুলো সর্বদা পরিবর্তনশীল।


আশা করি সবাই নীতিমালার আলোকে ফোরামে স্ব স্ব দায়িত্ব পালন করবেন।
Admin
Admin
Admin
Admin

Posts : 4
Reputation : 0
Join date : 2014-11-20

https://helpnlearn.board-directory.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum