Helpfull topics
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

পোস্ট: #1HTML5 কি এবং কেন HTML5 কি?

Go down

 পোস্ট: #1HTML5 কি এবং কেন  HTML5 কি? Empty পোস্ট: #1HTML5 কি এবং কেন HTML5 কি?

Post by saddamswe Thu Nov 20, 2014 7:14 pm

আমরা সবাই জানি HTML হল HyperText Markup Language। যা দিয়ে ওয়েব সাইটের অবকাঠা তৈরি করা হয়। আর HTML5 হল HyperText Markup Language এর আপগ্রেট ভারসন যেখানে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে।

যে সকল নতুন features এর জন্য HTML5 এত জনপ্রিয় :

১ . Multimedia : কোন প্রকার add-ons যেমন Flash and Silverlight ছাড়াই HTML5 নিজের পেজ এ videos, animations, drawings, and music play করার সুযোগ দেয়।
২. Geolocation : HTML5 কোড ব্যাবহার করে সরাররি যে কোন জায়গার ম্যাপ দেখান যায় ।
৩. Offline database : HTML5 দ্বারা খুব সহজেই client computer এ ডাটা সংরক্ষন করা যায় ।
৪. Work your applications offline : HTML5 দ্বারা কোন ইন্টারনেট ছাড়াই offline application cache ব্যাবহার করে ও আপনি আপনার অ্যাপ্লিকেশান ব্যাবহার করতে পারেন ।
৫. Great forms : আপনি যদি awesome ফর্ম ডিজাইন করতে চান তাহলে আপনার জন্য HTML5 এর কোন বিকল্প নাই ।
৬. Works best for mobile phones : iPhones and mobile phones এর জন্য ডিজাইন করার ক্ষেত্রে HTML5 developers and website designers দের কাজকে করেছে অনেক সহজ।

saddamswe

Posts : 2
Reputation : 1
Join date : 2014-11-20
Location : ঢাকা, বাংলাদেশ

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum